
মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর বিলপাড়া এলাকায় গলা কাঁপানো এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মুখ পুড়িয়ে বিকৃত করা এবং পুরুষাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়ার একটি ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ আগুনে পুড়িয়ে বিকৃত করা হয়েছে এবং হত্যার পর ঘটনাস্থলে এনে লাশ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৪০ বছরের বেশি বলে ধারণা করছে পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “ঘটনাটি একটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। তাকে হত্যা করে মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।