নিজস্ব প্রতিনিধি:“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. বাদল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ এবং সফল খামারি ইব্রাহিম হোসেন সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “প্রাণীসম্পদ আমাদের মাংস, ডিম, দুধসহ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাণীসম্পদ দপ্তরের সহযোগিতা, খামারিদের অক্লান্ত পরিশ্রম এবং প্রান্তিক নারীদের কঠোর শ্রমের ফলেই আমরা এ খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। এ অর্জন ধরে রাখতে সবাইকে আরও সচেষ্ট হতে হবে।”
পরে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা প্রাণীসম্পদ প্রদর্শনীতে অংশ নেওয়া অর্ধশতাধিক স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী চলমান থাকবে।