
মাগুরা প্রতিনিধি: আলামিন
মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের তরুণ সফল উদ্যোক্তা অরিন আক্তার লিনার কোয়েল পাখির খামার পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইলিয়াছুর রহমান। মঙ্গলবার তিনি মহম্মদপুরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও উদ্যোক্তা প্রকল্প ঘুরে দেখেন এবং দুটি নতুন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
তরুণ উদ্যোক্তা অরিন আক্তার ২০২০ সালে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণের পর নিজ উদ্যোগে ও নিজস্ব পুঁজিতে কোয়েল খামারটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার খামারে রয়েছে চার হাজারের বেশি কোয়েল পাখি। প্রতিদিন গড়ে ৩২০০টির মতো ডিম সংগ্রহ করা হয়, যা থেকে তিনি মাসিক ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করছেন। কোয়েল খামারের পাশাপাশি অরিনের রয়েছে একটি মাছের ঘেরও। উদ্যোক্তা হিসেবে তিনি নিয়মিতই প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে।
পরিদর্শন শেষে উপ-পরিচালক মো. ইলিয়াছুর রহমান জানান, “অরিন আক্তারের মতো তরুণ উদ্যোক্তারা আমাদের জেলার গর্ব। সামনের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে তাকে প্রশিক্ষক হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মাগুরার চারটি উপজেলাতেই আরও বেশি সংখ্যক সফল উদ্যোক্তা তৈরি করতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে।”
এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।