
মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া ঃ কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর ভেড়ামারা উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার দুপুরে ভেড়ামারার ইয়াইয়া ফুড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকদের মুক্ত আলোচনায় অংশ নেয়ার সুযোগ করে দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন—দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক হিসনা বানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন, ইনকিলাব প্রতিনিধি নোমান জহির রাজা, খোলাকাগজ প্রতিনিধি এস এম আবু ওবাইদা আল মাহদী এবং দৈনিক জনতার কণ্ঠ পত্রিকার সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আব্দুল গফুর বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং সু-শাসন প্রতিষ্ঠায় এ নির্বাচন বড় সুযোগ তৈরি করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “সারা দেশে মানুষের মাঝে যে আবেগ ও উচ্ছ্বাস দেখছি, এতে মনে হচ্ছে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে।”
মতবিনিময় সভা সঞ্চালনা করেন ভেড়ামারা উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক তারিক আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা. নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান।
আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।