
লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৩ সদর সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন।
দলের কেন্দ্রীয় পর্যায়ে যাচাই–বাছাই শেষে তারুণ্যের এই নেতা আনুষ্ঠানিকভাবে ট্রাক প্রতীকে মনোনয়ন লাভ করেন। মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন বলেন, “লক্ষ্মীপুরের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আমি নির্বাচন মাঠে নেমেছি। তরুণ সমাজের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”
তিনি আরও জানান, এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য।
মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-৩ সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা হোক শক্তিশালী—এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী।