বরিশাল জেলা প্রতিনিধি: বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেলে ব্যাপক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে আয়োজিত সমাবেশে স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। পুরো মাঠ এবং আশপাশের এলাকা জনসমুদ্রে রূপ নেয়।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই কঠিন সময়ে জনগণের মতামতই সর্বোচ্চ। তৃণমূলের পছন্দের বাইরে কাউকে চাপিয়ে দেওয়া যায় না। তৃণমূলই বিএনপির শক্তির মূলভিত্তি।”
সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. মাহাবুবুল ইসলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বরিশাল-১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি জনমানুষের নেতা নন। তৃণমূলের গ্রহণযোগ্য ব্যক্তি ছাড়া আন্দোলন ও নির্বাচনে সফলতা সম্ভব নয়।”
বক্তারা অভিযোগ করেন, বরিশাল-১ আসনে দীর্ঘদিন ধরে যারা আন্দোলন-সংগঠনে সক্রিয়, যারা তৃণমূলকে সুসংগঠিত করেছেন—তাদের উপেক্ষা করে অগ্রহণযোগ্য ও অজনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূলের নেতা–কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
সমাবেশে গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার-ফেস্টুন, মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে হাজারো মানুষ অংশ নেন।
আয়োজনে ছিল গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি, গৌরনদী পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে প্রার্থী পরিবর্তনের দাবি বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, “তৃণমূলের সিদ্ধান্ত অমান্য করা হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”