
মাগুরা-২ আসনের সম্ভাব্য প্রাথমিক মনোনয়ন বাতিল এবং আগামী ৩০ নভেম্বর বিনোদপুর ফুটবল মাঠে জনসভা উপলক্ষে কাজী সালিমুল হক কামাল সাহেবের আগমনকে স্বাগত জানাতে কানুটিয়া ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা প্রতিনিধি জানায়, মিছিলটি বিনোদপুর এলাকায় প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য–সচিব আক্তারুজ্জামান আক্তার, মাগুরা জেলা ছাত্রদলের সহ–সাংগঠনিক সম্পাদক ইনামুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা কাজী সালিমুল হক কামালকে সমর্থন জানান এবং দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উদ্দীপনার আহ্বান জানান। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।