সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার
পিরোজপুর-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা মাহমুদ হোসেনের সমর্থনে নেছারাবাদ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল, লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এসব কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেন স্থানীয় নেতাকর্মীরা।
অংশগ্রহণকারীরা বলেন, তৃণমূলের দাবির প্রতিফলন ঘটাতে পিরোজপুর-২ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মাহমুদ হোসেনই উপযুক্ত প্রার্থী। স্থানীয় জনতার সমর্থন, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকা এবং ক্লিন ইমেজ ও ত্যাগী নেতা হিসেবে জনপ্রিয়তার ভিত্তিতে তাকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
প্রদান অতিথি ইমাম উদ্দিন তালুকদার তার বক্তব্যে বলেন, বিএনপি আমার আপনার সবার, এই দল কারো একার নয়। ভূলে গেলে চলবেনা আমাদের নেতা মাহমুদ হোসেন একজন ত্যাগী এবং বিশ্বস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে ছাড়া পিরোজপুর ২ আসনে ধানের শীষের বিজয় সম্ভব নয়। তাই আমরা তার অনুসারী ও নেতাকর্মীরা দলের স্বার্থে দেশের স্বার্থে ধানের শীষের পক্ষে এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
সকল বক্তারা উপস্থিত সাধারণ জনগন ও নেতাকর্মীদের তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে অবগত করেন।
এসময় নেতাকর্মী ও এলাকাবাসী বিএনপি থেকে ঘোষিত মনোনয়নপ্রাপ্ত সোহেল মঞ্জুর সুমনের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দলীয় নেতৃত্বকে লক্ষ্য করে মাহমুদ হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়ে মশাল মিছিল বের করেন।
মশাল মিছিলে এলাকার শতাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে আগামী জাতীয় নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
দোয়া অনুষ্ঠান ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইমাম উদ্দিন তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক,নেছারাবাদ উপজেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন, আল মামুন ভূইয়া, সদস্য সচিব, সেচ্ছাসেবক দল, স্বরুপকাঠী পৌর শাখা। বিশেষ বক্তা ছিলেন, মোঃ নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সবুর আহম্মেদ তালুকদার, যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দল। সভাপতিত্ব করেন, মোঃ কিবরিয়া বেপারী, সভাপতি, ১ নং বলদিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, মোঃ মাসুদুল ইসলাম বাবু, সভাপতি, শহীদ জিয়া প্রজন্মদল, নেছারাবাদ উপজেলা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, লিটন, রানা, মাসুমা তালুকদার সহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।