আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ গতকাল ২৮/১১/২৫ইং সন্দ্বীপ ফুটবল একাডেমি কতৃক আয়োজিত সন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৫ইং এর ফাইনাল ম্যাচ সন্দ্বীপ পশ্চিম সাগর পার রহমতপুর আর পি এল মাঠে অনুস্ঠীত হয় উক্ত ফাইনালে নির্ধারিত সময়ে বেলাল মোহাম্মদ দ্যা ওয়ারিয়র্স ১-১ চৌধুরী আবু তোরাব দ্যা ফাইটার্স ড্র হয় ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে উক্ত ট্রাইব্রেকারে বেলাল মোহাম্মদ 5-4 চৌধুরী আবু তোরাব দ্যা ফাইটার্স।
উক্ত ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একাডেমির সহ-সভাপতি জাহিদ ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও ক্রীড়ানুরাগী জনাব নুরুল মোস্তফা খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়ানুরাগী প্রভাষক নিঝুম খান এবং রহমতপুরের সফল চেয়ারম্যান ও জনপ্রতিনিধি
জনাব হাসানুজ্জামান মামুন। মো:- জাবেদ সন্দ্বীপ মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক , মো:- শাখাওয়াত আকবর, আহাব্বায়ক বশিরিয়া গেইট ব্যাবসায়ী সমিতি, মাস্টার সাহেদুর রহমান, আবু তাহের রিপন, ও একাডেমির সম্মানিত সভাপতি মোঃ রুবেল। সহ সভাপতি এনায়েত উল্লাহ রাজিব , সহ সভাপতি জাহেদ ইসলাম। মো:- শাহাদাত, মাওলা, মাস্টার হামিদ। এন এইচ নাঈম, তাসরিফ হৃদয়, রুমি।
সন্দ্বীপ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো:শাহাব উদ্দীনের সভাপতিত্বে, ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া কর্মী আমিনুল ইসলাম রিয়াদ।