
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তাড়াশ দলিল লেখক সমিতি চত্বরে এই দোয়া ও কর্মী সমাবেশে উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক। শুরুতেই অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল। বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম ছানোয়ার হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় দলীয় মনোনয়ন প্রত্যাশী স.ম আফসার আলী ভিপি আয়নুল হকের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করবো। দল আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বিজয়ের জন্য প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা। ঐক্যবদ্ধভাবে কাজ করে এ আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।”
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।