
সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি ঃ সন্দ্বীপের সার্বিক উন্নয়ন ও চলমান সমস্যাগুলো সমাধানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রবিবার দুপুরে রহমতপুর ব্লক বেড়িবাঁধ ও গুপ্তছড়া সড়কের চলমান কাজ পরিদর্শন শেষে উপজেলার পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতাকালে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, সন্দ্বীপ দীর্ঘদিন ধরে প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ের নজরের বাইরে ছিলো। তবে নতুনভাবে অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, নৌ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরেজমিনে সন্দ্বীপের অবস্থা দেখে এসেছেন। এখন থেকে সন্দ্বীপকে প্রাধান্য দিয়ে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
সন্দ্বীপে মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সন্দ্বীপ এখন মাদকের রুটে পরিণত হয়েছে। মাদক ও সন্ত্রাস একে অপরের সঙ্গে জড়িত। জনগণের সহযোগিতা ছাড়া এগুলো নির্মূল করা সম্ভব নয়।”
নৌযান চলাচল সহজীকরণ প্রসঙ্গে তিনি জানান, ১০ ডিসেম্বরের মধ্যেই সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে সী-ট্রাক চালু হবে। যাত্রী দুর্ভোগ কমাতে দুই পাড়ে লো, মিড ও হাই—এ তিন ধাপের ঘাট প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত জনগণের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সন্দ্বীপে ৫ হাজার পুলের চাহিদা রয়েছে। আপাতত ২০০ পুল এসেছে এবং আরও দেড় হাজার পুলের টেন্ডার দেওয়া হয়েছে। কোনো অনিয়ম ছাড়াই ক্রমানুসারে পুল বিতরণ অব্যাহত থাকবে।”
সড়ক নির্মাণে নিম্নমানের কাজ পাওয়ার বিষয়ে অসন্তোষ জানিয়ে তিনি সতর্ক করে বলেন, “বিদ্যমান সড়কের কাজ ভালো না হলে ভবিষ্যতে নতুন সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হবে না।”
সন্দ্বীপ-নোয়াখালী সীমানা জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে এবং ন্যায্যতার ভিত্তিতেই সমাধান করা হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঞ্চালনায় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, জেলা পুলিশ সুপারসহ পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় প্রতিনিধিরা উড়িরচরের ভাঙন রোধ, নৌযাতায়াত সমস্যা, অভ্যন্তরীণ সড়ক নির্মাণ, শিক্ষা-স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, বেড়িবাঁধসহ বিভিন্ন সমস্যা উপদেষ্টার কাছে তুলে ধরেন।
এর আগে শনিবার উপদেষ্টা ফাওজুল কবির খান আমীর মোহাম্মদ ফেরিঘাট জেটি ও ব্রিজ নির্মাণ প্রকল্প, কালাপানিয়া–বাটাজোড়া–কাঠগড় সংযোগ সড়কের সম্ভাব্য স্থান এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।