
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী-৪ (সদর) সংসদীয় আসনে গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী এবং দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুর জাহেরকে সমর্থন জানাতে আন্ডারচর ইউনিয়নের ২০নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও গণমুখী মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মারুফ হোসেন
জেলা যুব অধিকার পরিষদের সভাপতি উসমান গনি রুবেল
উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জহির উদ্দিন সোহেল
সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজু
রামগতি উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আহমেদ রাজু
কমলনগর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন
সহ নোয়াখালী জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে এমপি প্রার্থী আব্দুর জাহের বলেন,
“আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে তারুণ্য নির্ভর দল গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে ভোট দিন। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের পাশে থাকুন। দেশ ও জনগণের পক্ষে কথা বলতে এবং কাজ করতে সুযোগ করে দিন।”
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।