
নিজস্ব প্রতিবেদকঃ গণ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে একই প্রতিষ্ঠানের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন— আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ শাহা (২৩) এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান (২৮)।
এদের মধ্যে অন্তু দেওয়ান বিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানের চাচাতো ভাই বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত সপ্তাহে কৌশলে ডেকে নিয়ে ওই ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পর বিষয়টি গোপন করার জন্য তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। পরিবারের সঙ্গে আলোচনা করে পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুক্তভোগী ছাত্রীকে সকল ধরনের সহায়তা ও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।