সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার ঃ পিরোজপুরের নেছারাবাদে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে উঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব আকন কুদ্দুসুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক জনাব নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব সাইদুল ইসলাম কিসমত।
আয়োজনের সভাপতিত্ব করেন পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।
উক্ত সভায় নেছারাবাদ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আরও উপস্থিত ছিলেন—
ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাবেক আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান
শফিকুল ইসলাম ফরিদ, সাবেক সভাপতি, স্বরূপকাঠি পৌর বিএনপি নাসির উদ্দিন তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি
কাজী কামাল হোসেন, সভাপতি, স্বরূপকাঠি পৌর বিএনপি আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সদস্য সচিব, নেছারাবাদ উপজেলা বিএনপি আতিকুল ইসলাম লিটু, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি
আজহারুল ইসলাম টুটুল, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি মাহমুদুল হাসান বাবু, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি সোহেল রানা মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি তপু রায়হান, আহবায়ক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল
সভায় বক্তারা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা ঐক্যবদ্ধ। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।