
স্টাফ রিপোর্টার বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে লাঠি-সোটা, লোহার রড ও হাতুড়ি দিয়ে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এতে লিয়াকত চৌকিদার (৪০) গুরুতর আহত হয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ লিয়া খানম (৩৩) গৌরনদী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়—গত ৩০ নভেম্বর ২০২৫, সোমবার বেলা প্রায় ১২টার দিকে গৌরনদী থানাধীন চর গাধাতলী গ্রামের গৌরনদী গোডাউন রোডের সামনে পাকা রাস্তার ওপর লিয়াকত চৌকিদারকে পেয়ে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
বাদীর অভিযোগ, আজিজুল হাওলাদার, হাফিজুর রহমান হাফিজ, জাকির আকন, টিপু হাওলাদারসহ অজ্ঞাত তিন-চারজন গৌরনদী বন্দর গোডাউন রডে লোহারের রড, হাতুড়ি, বাঁশের লাঠি ইত্যাদি অস্ত্র নিয়ে লিয়াকতকে এলোপাতাড়িভাবে মারধর করে। হামলার সময় ৩ নম্বর বিবাদীর হাতে থাকা লোহার হাতুড়ির আঘাতে লিয়াকতের বাম হাঁটুর ওপর গুরুতর জখম হয় এবং হাড় ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ আছে। লিয়া খানম জানান, ঘটনার দিন তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। আহত লিয়াকত চৌকিদারকে স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী ইসলামিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিবাদী আজিজুল হাওলাদার, হাফিজুর রহমান হাফিজ, জাকির আকন, টিপু হাওলাদার কথা বলে জানান দীর্ঘ দিন পর তাদের রাস্তা রিপারিং জন্য রাস্তার ২ পাশে মাটি দিয়ে ভরাট করতে জাই এবং লিয়াকত চকিদার ও তার পরিবারের সদস্যের নিয়ে রাস্তা শ্রমিদের উপর খিপ্ত হয়ে মাটি কাটতে বারন করে এবং বিভিন্ন বকাদিয়ে রাস্তা নির্মাণ শ্রমিকদের উপর নির্ভম অত্যাচার শুরু করে লাটিশেঠা নিয়ে আক্রমণ চালায় আমরা বাঁধা দিলে আমাদের গৌরনদী মডেল থানার একটি মিথ্যা মামলা দায়ের করে। যা সম্পুর্ন মিথ্য ভিত্তিহীন।
ঘটনার সত্যতা জানতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম (-এর নিকট লিখিত অভিযোগ জমা দেন লিয়া খানম। মামলায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
থানা সূত্রে জানা যায়, এজাহারটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
স্থানীয়দের দাবি, ঘটনাটি এলাকার পূর্ববর্তী পারিবারিক বিরোধের জের ধরেই সংঘটিত হয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।