
আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পাশা মো. আবু সুফিয়ান সুজন।
শুক্রবার সকালে রহমতপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রার্থী মোস্তফা কামাল পাশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজন বলেন,
“দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সন্দ্বীপের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।”
এসময় প্রার্থী মোস্তফা কামাল পাশা সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন,
“সন্দ্বীপের মানুষ পরিবর্তন চায়। সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী গণআন্দোলন গড়ে তুললে বিজয় নিশ্চিত হবে।”
সাক্ষাৎ শেষে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার এবং দলকে আরও গণমুখী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন—সংগঠনগত ঐক্য ও কর্মীদের ত্যাগ-শ্রমের মাধ্যমে ধানের শীষ আবারও সন্দ্বীপে বিজয়ের ধারা ফিরিয়ে আনবে।