আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: মরহুম আবুল বাশারের স্মরণে সন্দ্বীপে আয়োজিত ঘরোয়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল রাতে সন্দ্বীপ পৌরসভা ৭নং ওয়ার্ডের আমিনুল্লাহ হাজী সড়ক সংলগ্ন মাঠে মরহুম আবুল বাশারের ছেলে হাসানের পৃষ্ঠপোষকতায় এবং ডা. মামুনের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নাঈম ফুটবল একাদশ ও আইলাইন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য থাকায় খেলার ফলাফল নির্ধারণ করা হয় পেনাল্টি শুটআউটের মাধ্যমে। টাইব্রেকারে নাঈম ফুটবল একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আমিন, পৌরসভা যুবদল নেতা মীর কামরুল হাসান, যুবদল নেতা মো রায়হান, আব্দুল কাদের টিটু,পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক এ এম মাসুদ ও ধারাভাষ্যকার হিসেবে আরপিএল টিভির আমিনুল ইসলাম রিয়াদ সহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মরহুম আবুল বাশারের স্মৃতিকে সম্মান জানাতে এবং এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।