নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশে:সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন নুরুল ইসলাম উজ্জ্বল। তিনি বলেন, এমপি হয়ে ক্ষমতার চর্চা নয়, জনগণের সেবক হিসেবেই কাজ করতে চান তিনি।
নুরুল ইসলাম উজ্জ্বল জানান, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা কাছ থেকে দেখেছেন। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেবেন তিনি।
তিনি আরও বলেন, “আমি এমপি নামের পদমর্যাদার জন্য নয়,

জনগণের অধিকার আদায় ও সেবা নিশ্চিত করার জন্য নির্বাচন করছি। মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন তিনি। সাধারণ মানুষ স্বচ্ছ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে উল্লেখ করে নুরুল ইসলাম উজ্জ্বল আশাবাদ ব্যক্ত করেন যে, ভোটাররা এবার যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।