নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ:তাড়াশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জনাব নুসরাত জাহান। তিনি বলেন, সমাজসেবা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মো: আব্বাস উদ্দিন, সহসভাপতি আব্দুল আলিম মীর, ফিল্ড সুপারভাইজার মো: সোহানুর রহমান এবং অফিস সহকারী মো: শিহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
চাইলে আমি এটাকে আরও সংক্ষিপ্ত, আরও বিস্তারিত, বা ভিডিও নিউজ স্ক্রিপ্ট আকারেও সাজিয়ে দিতে পারি।