
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০,মিনিটের দিকে ডিবির একটি দল হরিণাকুন্ডু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রিপন এর নিজ বাড়ি থেকে মোমেনাকে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোমেনা খাতুন, রঘুনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপনের স্ত্রী, আওয়ামী লীগের সময় এলাকায় দাপটের সঙ্গে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এই রিপন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৫০০ টাকা।
ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও তার স্বামী রিপন দীর্ঘদিন ধরে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধ ভাবে সংগ্রহ করে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ তাকে আইনি প্রক্রিয়ার জন্য হরিনাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হবে।’