লিটন আহমেদ দৈনিক আমাদের স্বদেশ: সিরাজগঞ্জের সলঙ্গায় একটি বিশেষ অভিযানে
৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। রোববার রাত ১১টার দিকে সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামের রিফা বেকারির সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে মো. আবুল কালাম (২৮) এবং জয়নাল মিয়ার ছেলে মো. মমিন মিয়া (৩০)। তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজার পাশাপাশি গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।