নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দূর্ঘটনায় নুরাইয়া খাতুন (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের জিন্দানী ডিগ্রী কলেজের সামনে।
নুরাইয়া খাতুন নওগাঁ বাজারের শিশু গুরু-শিষ্য কিন্ডার গার্টেন্ট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বানিয়া বহু গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে নূরাইয়া স্কুল শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় মাছের খাদ্য বোঝাই একটি মিশুগাড়ী তাকে চাপা দিলে গুরুত্বর আহত হয়। উপস্থিত লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে খালকুলা ওহি জেণারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।