তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জিয়াউর রহমান, ফায়ার সার্ভিসের ফায়ার ইন্সপেক্টর মো, মুনজুরুল আলম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো আমিনুর রহমান টুটুল, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো সাব্বির আহম্মেদ,বাংলাদেশ ইসলামি আন্দোলন তাড়াশ শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন,খেলাফত মজলিসের সেক্রেটারি মো, সিদ্দিকুর রহমান, শ্রমিক নেতা মিলন মির্জা প্রমুখ। এ সময় বক্তাগন শ্রমিকদের অধিকার, নায্য পাওনা, বৈষম্য দূরিকরণ নিয়ে বক্তব্য রাখেন।