শাহজালাল মিয়া, সখিপুর( টাংগাইল) প্রতিনিধিঃ
টাংগাইল জেলার মির্জাপুরে আজ বৃহস্পতিবার ( ৮ মে,২০২৫ খ্রি.) বিকাল ৩ ঘটিকার সময় গোড়াই টু সখিপুর সড়কের অরণ্য আবাসিক এলাকায় মোটরসাইকেল - পিক-আপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মির্জাপুর হাসপাতালে ভর্তি হন হাতিবান্ধা ইউনিয়ন জামাত কর্মি ও হাতিবান্ধা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়তুল মাল সম্পাদক আব্দুর রউফ( ৫২), তিনি সখিপুর উপজেলা হাতিবান্ধা পূর্বপাড়া জব্বার হাজীর ছেলে। মির্জাপুর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ঢাকায় নেওয়ার পথে ৫: ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন।