মাগুরা জেলা উন্নয়নের দৃষ্টান্ত—জনাব মোয়াজ্জেম হোসেন
মাগুরা প্রতিনিধি: আলামিন
“**মাগুরা মানেই উন্নয়নের দৃষ্টান্ত**”— এমন মন্তব্য করেছেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস **জনাব মোয়াজ্জেম হোসেন**।
বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে দুটি কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,
> “উন্নয়ন মানে কাজ, প্রতিশ্রুতি নয়।”
দায়িত্ব গ্রহণের পর মাত্র এক বছরের মধ্যেই তিনি স্থানীয় পর্যায়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছেন। এর মধ্যে রয়েছে **২৩৬টি মসজিদ, মন্দির ও গোরস্তানের উন্নয়ন বরাদ্দ**, **শতাধিক সড়ক নির্মাণ ও সংস্কার**, এবং **গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন**। এসব উদ্যোগে এলাকায় নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
জনাব মোয়াজ্জেম হোসেন বলেন,
> “জনগণের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, কাজের মাধ্যমেই আস্থা অর্জন করা যায়।”
স্থানীয়রা জানিয়েছেন, তার **আন্তরিকতা, সততা ও কর্মনিষ্ঠা** মাগুরার মানুষের মনে ইতোমধ্যেই নতুন আস্থার সেতু গড়ে তুলেছে। তরুণ সমাজ, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ আশা প্রকাশ করেছেন— ভবিষ্যতেও তিনি একই ধারায় মাগুরার উন্নয়ন ও জনকল্যাণে নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত সমর্থকেরা শ্লোগান দেন—
> **“মাগুরার উন্নয়ন মানেই মোয়াজ্জেম ভাইয়ের অগ্রযাত্রা— উন্নয়নের পথচলায় আমরা একসাথে।”**
—
চাইলে আমি এই নিউজটি অনলাইন প্রকাশযোগ্য ফরম্যাটে (যেমন ওয়েব নিউজ স্টাইল বা প্রিন্ট নিউজ লেআউট) সাজিয়ে দিতে পারি। আপনি কোন ফরম্যাট চান?








