মানিকগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে আলোচনা তুঙ্গে — আলোচনার কেন্দ্রবিন্দু তোজাম্মেল হক তোজা ভাই
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ-০১ আসনের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বিএনপি এবার কাকে মনোনয়ন দেবে? দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরীক্ষিত, তৃণমূলভিত্তিক ও জনপ্রিয় নেতা তোজাম্মেল হক তোজা ভাই।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় তোজা ভাই আজও মাঠের মানুষের পাশে রয়েছেন। তিনি গরিবের বন্ধু, কর্মীদের ভরসাস্থল এবং দলের পতাকার নিচে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানিকগঞ্জ-০১ আসনের রাজনীতি বর্তমানে চ্যালেঞ্জপূর্ণ পর্যায়ে রয়েছে। এই সময়ে দলের প্রয়োজন এমন একজন প্রার্থী, যিনি জনগণের সঙ্গে সরাসরি যুক্ত, যাঁর নিজস্ব ভোটভিত্তি রয়েছে এবং যিনি কর্মীদের মধ্যে আস্থা জাগাতে সক্ষম। এই তিনটি গুণই তোজাম্মেল হক তোজা ভাইয়ের মধ্যে বিদ্যমান।
উল্লেখ্য, স্বৈরাচারী শাসনামলেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে তিনি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন—যা তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার স্পষ্ট প্রমাণ।
তৃণমূলের অনেক নেতাকর্মীর মতে, যদি এই সৎ, ত্যাগী ও পরীক্ষিত নেতাকে এবারও মনোনয়ন না দেওয়া হয়, তবে তৃণমূল বিএনপির মনোবলে বড় ধরনের প্রভাব পড়বে।
সিদ্ধান্ত এখন দলের কেন্দ্রের হাতে। তবে তৃণমূলের প্রত্যাশা—দলের স্বার্থে ও জনগণের চাওয়ায় এবার সুযোগ পাক তোজা ভাই।








