সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন ৬ ডিসেম্বর ২০২৫ পরিচালক পদে ব্যালট নং–অ ৬১ মোঃ শরিফুল ইসলাম আলামিন আলোচনার শীর্ষে
নিজস্ব প্রতিনিধি ঃ আসন্ন ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচনে পরিচালক পদে সবচেয়ে আলোচিত ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন তরুণ ব্যবসায়ী নেতা মোঃ শরিফুল ইসলাম আলামিন। তিনি ব্যালট নং অ–৬১ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী আলামিন দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, নতুন উদ্যোক্তা গড়ে তোলা এবং বাণিজ্য পরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার প্রতীক
সৎ, নিষ্ঠাবান ও উন্নয়নমুখী চিন্তাধারার জন্য তরুণ উদ্যোক্তাদের কাছে আলামিন একজন অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে পরিণত হয়েছেন। ব্যবসার আধুনিকায়ন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের সমস্যার সমাধানে তাঁর কর্মপরিকল্পনা ব্যবসায়ী মহলে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ব্যবসায়ীদের প্রত্যাশা
সিরাজগঞ্জের বহু ব্যবসায়ী মনে করছেন—
“মোঃ শরিফুল ইসলাম আলামিন একজন কর্মঠ, সৎ ও স্বচ্ছ নেতৃত্বের প্রতিনিধি। তিনি নির্বাচিত হলে চেম্বারের সেবা সহজ হবে, কার্যক্রম হবে আরও গতিশীল ও আধুনিক।”
প্রার্থীর অঙ্গীকার
ব্যালট নং অ–৬১ এর প্রার্থী আলামিন বলেন—
“ব্যবসায়ীদের অধিকার রক্ষা, নতুন উদ্যোক্তা তৈরি এবং চেম্বারকে আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। সদস্যদের প্রত্যাশা পূরণে আমি সর্বদা কাজ করে যাব।”
তিনি আরও উল্লেখ করেন, ব্যবসা-সম্পর্কিত সব জটিলতা সহজ করা, উদ্যোক্তাদের জন্য সুযোগ বাড়ানো এবং চেম্বারের কার্যক্রমকে ডিজিটালাইজড করার পরিকল্পনা তাঁর অগ্রাধিকার।
জোরদার প্রচার-প্রচারণা
ইতোমধ্যে তাঁর সমর্থকরা লিফলেট বিতরণ, ব্যবসায়ী সমাবেশ, বাজার-পরিদর্শনসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। ব্যবসা সম্প্রসারণ ও চেম্বারকে শক্তিশালী করার তাঁর পরিকল্পনা ভোটারদের আকৃষ্ট করছে।
সম্মিলিত উন্নয়নের প্রতিশ্রুতি
ব্যবসায়ী মহলে আলোচনা—
“ব্যালট নং অ–৬১, মোঃ শরিফুল ইসলাম আলামিন নির্বাচিত হলে চেম্বারের ভবিষ্যৎ উন্নয়ন আরও গতিশীল হবে এবং সার্বিক কার্যক্রমে নতুন গতি আসবে।”
আগামী ৬ ডিসেম্বরের নির্বাচনে তিনি ব্যবসায়ী সমাজের সার্বিক সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।








