শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে আনসার-ভিডিপি কর্মকর্তাকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক হৃদয়ছোঁয়া ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা গোবিন্দ চন্দ্র অধিকারী–এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা। দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি পদোন্নতি পেয়ে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন। তাঁর এই অর্জনকে স্মরণীয় করে রাখতে সহকর্মীরা আয়োজন করেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।


অনুষ্ঠানে বক্তারা বলেন,
গোবিন্দ চন্দ্র অধিকারী তাঁর কর্মদক্ষতা, নেতৃত্ব, মানবিকতা ও শৃঙ্খলাপরায়ণতার মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কার্যক্রমে এনেছেন গতি, স্থিতিশীলতা ও ইতিবাচক পরিবর্তন। মাঠপর্যায়ের সদস্যদের প্রশিক্ষণ, প্রশাসনিক কার্যক্রম, শৃঙ্খলা রক্ষা এবং সামগ্রিক তদারকিতে তাঁর ভূমিকা ছিল অনুকরণীয়। তাঁর নেতৃত্বে ফরিদগঞ্জের আনসার-ভিডিপি কার্যক্রম নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, তাঁর পদোন্নতি বহু বছরের পরিশ্রম, সততা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের যথাযথ স্বীকৃতি। নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়ে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন—এমন প্রত্যাশা করেন সবাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, গ্রামভিত্তিক আনসার-ভিডিপি সদস্য, প্রশিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, শান্তিময় পারিবারিক জীবন এবং আরও সমৃদ্ধ কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।

শেষ মুহূর্তে আবেগঘন কণ্ঠে গোবিন্দ চন্দ্র অধিকারী বলেন—
“ফরিদগঞ্জে কাটানো প্রতিটি দিন, প্রতিটি স্মৃতি আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা আমাকে নতুন কর্মস্থলেও অনুপ্রাণিত করবে।”

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। বিদায় সংবর্ধনাটি ছিল শুধু বিচ্ছেদ নয়—একজন সৎ, নিবেদিতপ্রাণ কর্মকর্তার নতুন সাফল্যের অধ্যায়ে পদার্পণের আনন্দময় মুহূর্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর