তাড়াশে স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ-টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি
নিজেস্ব প্রতিবেদল দৈনিক আমাদের স্বদেশ :
সিরাজগঞ্জের তাড়াশে স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ-টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময়ে চুরির এ ঘটনাটি ঘটে, তাড়াশ পৌর সদরের, বস্তুল ইসহাক উচ্চ বিদ্যাালয়র সহকারী প্রধান শিক্ষক, রতন কুমার সরকার এর ভাড়া বাসা গ্রামিন ফোন টাওয়ারের উত্তর পাশে।

ভুক্তভোগী বস্তুল ইসহাক উচ্চ বিদ্যাালয়র সহকারী প্রধান শিক্ষক রতন কুমার সরকার জানান, আমি পরিবারসহ ভাড়া বাসায় থাকি। আমার চাচা শ্বশুর মারা যাওয়ায় শুক্রবার সকাল ৭ ঘটিকায় পরিবারের সবাই নাটোরে গিয়েছিলাম ঘরে তালা লাগিয়ে। আজকে অর্থাৎ ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বাড়িতে এসে দেখি ঘরের জানালা ভাঙ্গা, গ্রিল কাটা, ঘরে ঢুকে দেখি আলমারি ও ড্রয়ারের তালা ভাঙা। জিনিসপত্র ছড়ানো ছিটানো। এ অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরবর্তীতে দেখা যায় ঘরে থাকা নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও ৬ ভরি ২ আনা স্বর্ণাঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে করে নিয়ে গেছে চোরের দল। এ বিষয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে তাড়াশ থানা বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নাজমুল বলেন, রতন মাস্টার বাড়িতে চুরি হয়েছে, থানায় মামলা প্রক্রিয়াধীন বিশেষ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।









মানুষ আজ দিশেহারা। চোর ডাকাত বেড়েছে