টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সহোদর তিন বোন
শাহজালাল মিয়া, সখিপুর ( টাংগাইল)।
টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সহোদর তিন বোন। তিন বোনই উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় তাঁদের অংশ নেওয়ার বিষয়টি সবার নজর কেড়েছে।
এই তিন বোন হলেন- সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রবাসী শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)।
পরিবার ও কলেজ সূত্রে জানা যায় , প্রবাসী শফিকুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসা করতেন। সেখানেই তিন মেয়ে সুমাইয়া, সাদিয়া ও রাদিয়ার জন্ম হয়। ২০১০ সালে সৌদি আরব থেকে ব্যবসা-বাণিজ্য ছেড়ে পরিবারসহ দেশে চলে আসেন। তারপর শফিকুল তার তিন কন্যাকে একটি স্কুলে ভর্তি করান। এরপর থেকেই তাঁরা একসঙ্গে পড়ালেখা করছেন।
সহোদর ৩ বোনের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার ৩ মেয়ে প্রথম শ্রেণি থেকে একসঙ্গে পড়াশোনা করছে। বিগত সব পরীক্ষায় তারা ভালো করেছে। এবারও সন্তোষজনক ফল করতে পারবে বলে আশা এবং সকলেের নিকট দোয়া প্রার্থনা করছি।’
সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ বলেন, ‘সখীপুরে এর আগে আমরা যমজ বোনদের সাফল্য দেখেছি। এবার ৩ বোন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে। আমার জানামতে ৩ জনই বেশ মেধাবী। আশা করছি ভালো ফল করে আমাদের কলেজের সুনাম বয়ে আনবে।’








