চট্টগ্রাম এর সন্দ্বীপে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তা — চরম দুর্ভোগে সাধারণ মানুষ
সন্দ্বীপ (চট্টগ্রাম),
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। উপজেলা শহরসহ আশপাশের বিভিন্ন গ্রামাঞ্চলে তলিয়ে গেছে ঘরবাড়ি ও সড়ক। ফলে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নআয়ের বাসিন্দারা।
বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পন্ডিতের হাট থেকে পশ্চিম সড়ক, বীরশ্রেষ্ঠ কালী বাড়ি ধাম এলাকা, মগধরা, কালাপানিয়া, হারামিয়া, সারিকাইত ও পৌরসভার রহমতপুর কলোনিসহ একাধিক স্থানে বৃষ্টির পানি জমে রয়েছে। এসব এলাকার সড়ক ও বাসাবাড়ির নিচতলা ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই অনেক স্থানে পানি জমে থাকে। কিন্তু এবারের বৃষ্টিপাত ছিল টানা ও প্রচণ্ড, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে স্কুলগামী শিশু, অফিসগামী কর্মজীবী মানুষ ও দিনমজুররা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।
গ্রামীণ এলাকার চিত্র আরও ভয়াবহ। অনেক গ্রামের কাঁচা সড়ক পানির চাপে ভেঙে গেছে, বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। এতে বসতঘর ছাড়াও গবাদি পশু ও কৃষি জমির ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ রাশেদ আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টাতেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই, বরং বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশন ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগীরা।








