শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্দ্বীপ উপজেলার এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল,পাশের হার ৬৫.৯৪, জিপিএ ৫ পেয়েছে ৭৫ জন

প্রতিবেদকের নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রাম এর সন্দ্বীপ উপজেলায় ২০২৫ সালের ২৮ টি স্কুল , ৪ টি ভোকেশনাল, ও ১১ টি মাদ্রাসার এস এস সি ভোকেশনাল দাখিল পরিক্ষায় মোট পরিক্ষার্থী৩২৪৭ জন, পাস করছে ২১৪১ জন, জিপিএ ৫ পেয়েছে ৭৫ জন, ফলাফল অনুযায়ী দেখা যায় ।

১. রহমতপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৯৫ জন পাস করছে ১১২ জন জিপিএ-৫ পেয়েছে ০১জন ।

২. কাটঘর গোলাম নবী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮৬ জন পাস করছে ৬২ জন পাসের জিপিএ-৫ পেয়েছে নেই।

৩. আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৪৭ জন পাস করছে ২৭ জন, জিপিএ-৫ নেই।

৪. পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১০৫ জন, পাস করছে ৬৩ জন জিপিএ-৫ পেয়েছে ৩ জন

৫. কার্গিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২৬ জন পাস করছে ১৩ জন পাশের হার জিপিএ-৫ নেই।

৬. মাঈটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৪৬ জন পাস করছে ২৭ জন জিপিএ-৫ নেই ।

৭. মধ্য সন্তোষপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৯৮ জন পাস করছে ৭০ জন জিপিএ-৫ পেয়েছে ০১জন

৮. মগধরা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১১১ জন করছে ৬৭ জন জিপিএ-৫ পেয়েছে ২ জন

৯. মুছাপুর হাজি আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১২৬ জন পাশ করছে ৮০ জন জিপিএ-৫ নেই।

১০. জেবেন নুর সুলতান উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ৭৪ জন, পাশ করছে ৪৭ জন ৮৮.৯৯% জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

১১. পূর্ব সন্দ্বীপএনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬০ জন পাস করছে ৩৬ জন জিপিএ-৫ নেই।

১২. আজিমপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৩৯ জন পাশ করছে ২১ জিপিএ-৫ নেই।

১৩. গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১২৭ জন পাস করছে ৫৭ জন জিপিএ-৫ পেয়েছে ০১ জন

১৪. এ কে একাডেমি পরিক্ষার্থী ১১২ পাস করছে ৮৮ জন জিপিএ-৫ পেয়েছে ০৬ জন

১৫. সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৭৩ জন পাস করছে ৯১ জন জিপিএ-৫ পেয়েছে ০৯ জন

১৬. সন্তোষপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৫৩ জন পাস করছে ৪৩ জন ৮১.১৩% জিপিএ-৫ নেই

১৬. সন্তোষপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৪০ জন পাস করছে ২২ জন জিপিএ-৫ পেয়েছে ০২ জন।

১৭. সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৮৫ পাস করছে ১১৩ জন জিপিএ-৫ পেয়েছে ০৭ জন

১৮. সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮১জন পাস করছে ৫৬ জন জিপিএ-৫ পেয়েছে ০৪ জন

১৯. সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১২১ জন পাস করছে ৫৭ জন জিপিএ-৫ পেয়েছে ০১ জন

২০. মোমেনা সেকান্দর বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৫ জন পাস করছে ১৩ জন জিপিএ-৫ নেই

২১. দক্ষিণ -পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১১০ জন পাস করছে ৫৯ জন জিপিএ-৫ নেই

২২. কালাপানিয়া উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৯৩ জন পাস করছে ৭৯ জন জিপিএ-৫ পেয়েছে ০১ জন

২৩. বাউরিয়া গোলাম খালেক একাডেমি পরিক্ষার্থী ১১২ জন পাস করছে ৮৮ জন জিপিএ-৫ পেয়েছে ০৬ জন।

২৪. মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮৯ জন পাস করছে ৭০ জন জিপিএ-৫ পেয়েছে ০২ জন

২৫. সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ পরিক্ষার্থী ৬৬ জন পাস করছে ৩৭ জন প জিপিএ-৫ নেই

২৬. দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮১ জন পাস করছে ৫৭ জন জিপিএ-৫ নেই।

২৭. কাজী আফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৭৬ জন পাস করছে ৫০ জন জিপিএ-৫ নেই।

২৮. কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতন পরিক্ষার্থী ১৬ জন পাস করছে ০৭ জন জিপিএ ৫ নেই।৷
২৯. সন্দ্বীপ আনন্দ পাঠশালা পরিক্ষার্থী ৭৬ জন পাশ করছে ৭৬ জন জিপিএ ৫ পেয়েছে ২২ জন পাশের হার ১০০%
৩০. উড়িরচর মাধ্যমিক বিদ্যালয় পরিক্ষার্থী ১৪ জন, পাশ করছে ০৬ জন জিপিএ ৫ নেই।
ভোকেশনাল
১. পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৭৮ জন পাস করছে ৪১ জন জিপিএ ৫ পেয়েছে ০১ জন

২. সাউথ সন্দ্বীপ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৪৪ জন পাস করছে ৩৭ জন জিপিএ ৫ নেই

৩. মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৫১ জন পাস করছে ১৬ জন, জিপিএ ৫ নেই

৪. পূর্ব সন্দ্বীপ ইসলামীয়া দাখিল মাদ্রাসা (দাখিল ভোকেশনাল) পরিক্ষার্থী ০৭ জন পাস করছে ০৪ জন জিপিএ ৫ নেই
দাখিল
১. বশিরিয়া আহমেদীয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ২৭ জন পাস করছে ২৬ জন জিপিএ ৫ নেই

২. কাটঘড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৬৪ জন পাস করছে ৪৫ জন, জিপিএ ৫ নেই

৩.সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪১ জন পাস করছে ৩৮ জন জিপিএ ৫ পেয়েছে ০১ জন

৪.সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৭৯ জন পাস করছে ৬৫ জন জিপিএ ৫ নেই

৫. হাজী আবদুল মালেক ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪১ পাস করছে ৪০ জন জিপিএ ৫ নেই

৬. সন্দ্বীপ মহিলা দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ১৮ জন পাস করছে ১৭ জন জিপিএ ৫ নেই।

৭. পূর্ব সন্দ্বীপ শাহাআলামীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৩৪ জন পাস করছে ২৮ জন জিপিএ ৫ নেই।

৮.পূর্ব সন্দ্বীপ ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪১ জন পাস করছে ২৭ জন জিপিএ ৫ নেই

৯. মুছাপুর শেখ মুহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ২৮ জন পাস করছে ২৪ জন জিপিএ ৫ নেই

১০.সারিকাইত মমতাজুল ইসলাম দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৩২ জন পাস করছে ২৫ জন জিপিএ ৫ নেই

১১ ডাঃ আহমদ উল্যাহ সালেহা আল জাদিদ দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৫৩ জন পাস করছে ৪৪ জন জিপিএ ৫ নেই।

উল্লেখ্য গত বছরের তুলনায় সন্দ্বীপে এস এস এস সি ও সমমানের পরিক্ষায় পরিক্ষার্থী পাশ জিপিএ ৫ উভয় কমেছে, গত বছর মোট পরিক্ষার্থী ছিল ৩৬৬৭ জন পাশ করছিল ২৯৪২ জন, জিপিএ ৫ পেয়েছিল ৯২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর