বাঘা ইউনিয়নের এখলাছপুরের প্রধান সড়কের বেহাল দশা
ইকবাল হোসেন মামুন, সিলেট: সিলেটে গোলাপগঞ্জ উপজেলা ১নং বাঘা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এখলাছপুরের প্রধান সড়কের বেহাল দশা, অনেক দুর্ভোগের শিকার এলাকাবাসী। বৃষ্টির দিনে কাদাও পানিতে রাস্তাটিতে চলার অযোগ্য পড়ে। এছাড়া বর্ষাকালে বন্যার পানিতে রাস্তাটি প্লাবিত হয়ে যায়।
রাস্তাটিতে প্রতিদিন চলাচল করে প্রায় ১ হাজার এর বেশি মানুষ।চলাচলের পথে ভোগান্তিতে শিকার হচ্ছে স্কুল শিক্ষার্থী , রোগী ও সাধারণ মানুষ স্থানীয় সরকার ও সহায়তা প্রকল্প এল পিএজি এর আহতায় পালানডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল হইতে সরস্ব নদী পর্যন্ত মাটি বরাট এর কাজ উল্লেখ রয়েছে এলাকাবাসীর দাবি এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে রাস্তাটির কাজ শেষ করার জন্য।








