সখিপুরের তক্তারচালা দাখিল মাদ্রাসা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আবু সাঈদ মেধাবৃত্তি প্রদান
শাহজালাল মিয়া, সখিপুর ( টাংগাইল) প্রতিনিধিঃ
টাংগাইলের সখিপুরে তক্তারচালা দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও আবু সাঈদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ৮৪ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা স্মারক বিতরণ করেন মোঃ আবু সাঈদ, ইমাম ও খতিব আলহেরা জামে মসজিদ ও শিক্ষক ইসলামিক ইনস্টিটিউট নিউইয়র্ক, আমেরিকা।
তিনি প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি চরিত্রবান ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তোলবার জন্য জোর দেন।
সুপার মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভাপতিত্ব করেন মুহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি তক্তারচালা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও সভাপতি হাতিবান্ধা ইউনিয়ন জামায়াতে ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুল আলম রেজা, কামালিয়াচালা আলীম মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হক,মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ,
আরও বক্তব্য রাখেন মজিবুর রহমান( অবঃ) বন কর্মকর্তা, মোহাম্মদ শাহজাহান সিরাজ প্রধান শিক্ষক বংশীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষানুরাগী শফিকুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম।








