সখিপুরের হাতিবান্ধা ইউনিয়নে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শাহজালাল মিয়া, সখিপুর ( টাংগাইল) প্রতিনিধিঃ
টাংগাইল সখিপুরের হাতিবান্ধা ইউনিয়নের সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ,মোবাইল ফোনের অপব্যবহার,বিকাশ / অনলাইন প্রতারণা ও ইভটিজিং বন্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মতবিনিময় সভা আজ বুধবার ( ৩০ জুলাই) বিকাল ৪:৩০ ঘটিকার সময় তক্তারচালা নতুন বাজার ( মাজার প্রাঙ্গনে) অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেজন্য সখিপুর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া উপস্থিত সকলের সুচিন্তিত মতামত গ্রহণ করেন। তিনি বলেন আইন শৃঙ্খলা উন্নয়নে শুধু পুলিশ নয় সমাজের সচেতন সকল নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং এর সাথে জড়িত তাদের তথ্য দিয়ে যারা সহযোগিতা করবেন তাদের নাম পরিচয় গোপন রাখা হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, ও মাদক ছাড়ো না হলে এলাকা ছাড়ো এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভা পরিচালনা করেন এস আই আশিক। এসময় উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম জসীম উদ্দিন, কবি ও সাহিত্যিক আনিসুর রহমান খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ইউনিয়ন জামায়াতে ইসলাম সেক্রেটারি হাকিম রেজাউল করিম, বণিক সমিতির সভাপতি নাজমুল হোসাইন, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান শামীম আল মামুন মেম্বার সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শরীফুল ইসলাম,সাংবাদিক আনোয়ার কবীর, সদস্য সখিপুর প্রেসক্লাব। এছাড়াও মেম্বার, মহিলা মেম্বার, ব্যবসায়ী,বণিক সমিতির সদস্যবৃন্দ,ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশের সদসবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলেই মাদক, সন্ত্রাস সহ সকল অপরাধ দমন ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করণে যারযার অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।








