শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী,, শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে এ কথা বললেন অ্যাডভোকেট মজিদ

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু (ঝিনাইদহ )সংবাদদাতা,

৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন, ঝিনাইদহ -২ আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়ন প্রত্যাশী ঝিনাইদহ জেলা বিএনপি’র সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ।

তিনি হরিণাকুন্ডু শারদীয় দুর্গা মন্দির সহ উপজেলার ২৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।সফর সঙ্গী হিসাবে, জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ সর্বক্ষণ সঙ্গে থেকে প্রতিটি পূজা মন্ডপের পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তিনি বলেন, “সংখ্যালঘু বলে কিছু নেই — আমরা সবাই বাংলাদেশী।
তিনি আরও জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ঝিনাইদহ ২ আসনের সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।এরই পরিপ্রেক্ষিতে উপজেলার প্রতিটি মন্দির কমিটির হাতে ১০০০০ হাজার করে নগদ টাকা প্রদান করেন।
নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধর্মীয় সম্প্রীতির এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
এ ছাড়া ও, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখার বাস্তবায়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট এম এ মজিদ ।
তিনি বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা কর্মসূচিই একমাত্র পথ। এ সময় তিনি উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে অংশ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর