তাড়াশ সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সদস্যের দূর্গা মন্দিরে ডিউটি পালন।
নিজস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রতিটা পূজা মন্ডবে পূর্বে নিয়োগকৃত সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সদস্যরা পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি ডিউটি পালন করছেন। শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ মইনুল হাসান, ইউনিয়ন সমাজকর্মী আব্দুল মালেক, অফিস সহকারী মো: শিহাব উদ্দিন ও সমাজসেবার ফিল্ড সুপারভাইজার মো: সোহানুর রহমান

বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করছেন ও স্বেচ্ছাসেবী সদস্যদের দিকনির্দেশনা দিচ্ছেন ফিল্ড সুপারভাইজার মো: সোহানুর রহমান জানান আমাদের স্বেচ্ছাসেবী সদস্যরা ৩ শিফটে ২৪ ঘন্টা পুলিশ ও আনসার সদস্যের দায়িত্ব পালন করছেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এ প্রসঙ্গে সমজসেবা অফিসার মো: ইলিয়াস হাসান শেখ জানান উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি এবং আমাদের সমাজসেবা অফিসের স্টাফ ও স্বেচ্ছাসেবী সদস্যরা মন্দিরে দায়িত্ব পালন করছেন।








