ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত
কামরুন তানিয়া, কক্সবাজার থেকে:
৪ অক্টোবর ২০২৫, শনিবার বিকাল ৪টায় কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মীসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখার সাংগঠনিক ৭নং ওয়ার্ডে আয়োজিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ।
প্রধান বক্তা ছিলেন জান্নাতুল বকেয়া সোনিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন মহিলা দলের সভাপতি কামরুন নেছা তানিয়া, উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক বাবু সেন বড়ুয়া অচিন্ত্য, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহমদ চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা কৃষক দলের আহ্বায়ক আবুল আজম চৌধুরী এবং ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির মোহাম্মদ আমির।
সভায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ বলেন,
“বিগত বিএনপি সরকারের সময় দেশব্যাপী নারীর ক্ষমতায়ন, উপবৃত্তি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা প্রবর্তনের মাধ্যমে নারীদের উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য আরও উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও আহ্বান জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাবেক এমপি ও হুইপ জনাব শাহাজাহান চৌধুরীকে বিজয়ী করার জন্য।
রাজাপালং ইউনিয়ন মহিলা দলের সভাপতি কামরুন নেছা তানিয়া বলেন,
“ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের মাধ্যমে দেশব্যাপী গণজাগরণ তৈরি হচ্ছে। আমরা গ্রামে গ্রামে কর্মীসভা ও গণসংযোগের মাধ্যমে জনগণকে এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করছি।”
সভা শেষে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন ব্যক্ত করেন।








