শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত: নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া

প্রতিবেদকের নাম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে সামনে রেখে ভেড়ামারা উপজেলা বিএনপির সম্মেলন স্থগিতের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। নির্ধারিত তারিখ, স্থান ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আকস্মিকভাবে সম্মেলন স্থগিত ঘোষণাকে কেন্দ্র করে ভেড়ামারায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ ও হতাশা।

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভেড়ামারা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে উপজেলার সবগুলো ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন করা হয় এবং সার্চ কমিটিও গঠন করা হয়। সম্মেলনের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইসহ সব প্রস্তুতিও শেষ হয়। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। কিন্তু সম্মেলনের আগের রাতে বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হঠাৎ করেই সম্মেলন স্থগিতের ঘোষণা দেয়।

পরে জানানো হয়, “সুবিধাজনক সময়ে” সম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু সম্প্রতি জানা গেছে, উপজেলা সম্মেলন স্থগিত রেখেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে। এতে ভেড়ামারা উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

ধরমপুর ইউনিয়ন বিএনপি’র কর্মী মো. রফিকুল ইসলাম বলেন, “ভেড়ামারা উপজেলা বিএনপি’র সম্মেলন না করেই জেলা সম্মেলনের আয়োজন আমাদের কাছে হতাশাজনক।”
একই ইউনিয়নের যুবদল নেতা মো. সোহেল রানা জানান, “আমরা কোনো দোষ করিনি, অথচ আমাদের সম্মেলন স্থগিত করা হয়েছে। এতে দলীয় কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেবে।”

৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাবুল আক্তার বলেন, “কোনো কারণ দর্শানো ছাড়াই সম্মেলন স্থগিত করা হয়েছে — এটি প্রহসনমূলক সিদ্ধান্ত।”
জুনিয়াদহ ইউনিয়নের নেতা হাজী আসমান দেওয়ান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “জেলা সম্মেলনের আগে ভেড়ামারা উপজেলা বিএনপি’র সম্মেলন সম্পন্ন করাই হবে সঠিক পদক্ষেপ।”

চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র সদস্য মনিরুজ্জামান রুবেল বলেন, “ভেড়ামারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে সম্মেলন স্থগিত হওয়ায় দলীয় কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে।”
উক্ত ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হাইকম্যান্ডের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে উপজেলা সম্মেলনে কাউন্সিলরদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন বলেন, “তারেক রহমানের নির্দেশে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও হঠাৎ অদৃশ্য শক্তির ইশারায় সম্মেলন স্থগিত করা হয়েছে, যা দলের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে।”
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা দলীয় মনোবল অক্ষুন্ন রাখার স্বার্থে জেলা সম্মেলনের আগে উপজেলা সম্মেলন আয়োজনের দাবি জানান।
বাহিরচর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, “কাউন্সিলরদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা অপমানজনক।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, উপজেলা বিএনপি’র সম্মেলন স্থগিতের ঘটনাটি প্রহসনমূলক এবং এতে স্থানীয়ভাবে দল বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাদের অভিযোগ, বিএনপি বিরোধী কিছু মহলের মদদে ও প্রভাবের কারণে ভেড়ামারায় দলীয় রাজনীতিকে নাজুক করে তোলার ষড়যন্ত্র চলছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপি’র দায়িত্বশীল কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভেড়ামারা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রসঙ্গে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর