সখিপুরের তালিম ঘরে প্রশিক্ষিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
শাহজালাল মিয়া, সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরের প্রশিক্ষিত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুরে হাতীবান্ধার তালিম ঘর গ্রীন হেভেন প্রাঙ্গণে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) উদ্যোগে ‘বৃক্ষরোপণ, সবুজায়ন এবং ফলের গাছ ‘ বিষয়ক আলোচনা অনুষ্ঠান এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও উন্নত জাতের ফল ও ফসলের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় শতাধিক কৃষকদের ধারাবাহিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত জাতের ফল ও ফসলের চারা বিতরণ করার পাশাপাশি বৃক্ষরোপনে সমাজের গুরুত্ব অনুধাবনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃক্ষ বান্ধব বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ( ডাঃ) এম এ সামাদ, যিনি বৃক্ষমানব হিসেবে দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি বলেন, সবুজায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কোল্ড স্টোরেজ স্থাপনের গুরুত্বও তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রসার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আওলাদ হোসেন। গেস্ট অফ অনার মোহাম্মদ আমিন শরীফ (সুপন) উপসচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় বলেন, বৃক্ষরোপণ সখিপুরের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা যা কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে পারলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আয়োজন সখিপুরে করবার জন্য আরডিএসকে ধন্যবাদ জানান। ফলজচারা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন (ইউএনও) মো. আব্দুল্লাহ আল রনী । অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ওসি আবুল কালাম ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা, হাতীবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান খান রবিন, সুলতান আহমেদ সাধারণ সম্পাদক হাতিবান্ধা ইউনিয়ন বিএনপি প্রমুখ।
প্রতিদিন প্রায় শতাধিক কৃষকদের ধারাবাহিক সক্ষমতা বৃদ্ধি ও উন্নতির লক্ষ্যে প্রশিক্ষক ছিলেন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার নাথ। তার তত্ত্বাবধানে রামবুটান,পার্সিমন, লংগান,এভোকাডো, কাজুবাদাম, ডুরিয়ান, সফেদা ও শরিফা সহ বিভিন্ন জাতের উন্নত মানের দেশি-বিদেশি ফলের গাছ বিতরণ করা হয়।
আমিন শরীফ (সুপন) জানান,পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় আরডিএস কর্তৃপক্ষ তালিম ঘরে এ অনুষ্ঠান পরিচালনা করেন।








