লক্ষ্মীপুরে ৭ দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
লক্ষ্মীপুর প্রতিনিধি:
সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর জেলাতেও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে ৭ দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, সরকার দীর্ঘদিন ধরে শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। তারা বলেন, “ছাত্র জনতার আন্দোলনের ফলে বিগত সরকারের পতন হলেও জাতি গড়ার কারিগর শিক্ষকরা এখনও সেই বৈষম্যের শিকার।”
শিক্ষক নেতারা আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে শিক্ষকদের রাস্তায় নামতে হচ্ছে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য — যা জাতির জন্য লজ্জাজনক।”
সরকারকে হুঁশিয়ার করে তারা বলেন, “এখনও সময় আছে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনুন। নইলে আন্দোলন আরও তীব্র হবে।”








