হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা:ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২ অক্টোবর) সকাল ১০ টাই উপজেলা প্রশাসনের আয়োজনে, উক্ত অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ জামান এর সভাপতিত্বে ও হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাঃ তিতুমীর এর সঞ্চালনায় উক্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ জামান বলেন, “উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আপনাদের সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য ও সকলের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে, আমরা সহ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই আমরা একটি সুশাসিত সমাজ গড়ে তুলতে পারব”
সভায় উপস্থিত সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও কার্যকর পরামর্শে উপজেলা প্রশাসন সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আপনারা সকলেই আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।








