নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন আজ।
বরিশাল প্রতিনিধিঃনলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৫ আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—এর মধ্যে পুরুষ ৬ জন ও মহিলা ২ জন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে মোট ৫৪৭ জন ভোটার তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে বিদ্যালয়ের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, যিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবেও দায়িত্বে রয়েছেন। আইন শৃঙ্খলা দায়িত্ব গৌরনদী মডেল থানার অসি তদন্ত মোঃ সোহেল নিযুক্ত রয়েছেন।
অভিভাবক ও স্থানীয়রা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে এমন নেতৃত্ব নির্বাচিত হবেন, যিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।বিদ্যালয় প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে।








