সিরাজগঞ্জের তাড়াশে কোচের ধাক্কায় হাঁস ও মুরগি বহনকারী পিকআপ ভ্যান উল্টে ১ জন নিহত
ঝন্টু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে কোচের ধাক্কায় হাঁস ও মুরগি বহনকারী পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলেই নায়েব আলী প্রামাণিক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার (ওসি) মো. জিয়াউর রহমান।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনাটি ঘটে, হাটিকুমরুল -বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে। নিহত নায়েব আলী তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের মৃত: রব্বান প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা মহিষলুটি মাছের আড়ৎ এর দিক থেকে একটি হাঁস ও মুরগি বহনকারী পিকআপ ভ্যান মহাসড়কে উঠার চেষ্টা করলে হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ তাতে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি উল্টে গিয়ে নায়েব আলী কে চাপা দেয় এতে সে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের হওয়ায় তারা নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।








