লক্ষ্মীপুরে ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের একটি স্থানে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মো. নাসির উদ্দিন। এ ছাড়া বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা অ্যাড. মঞ্জুরুল আলম মিরনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সমাবেশের সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির অ্যাড. আবুল ফারাহ নিশান।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায়। তাদের দাবি অনুযায়ী, সেদিনের সহিংসতায় কয়েকজন ছাত্রশিবির কর্মী নিহত হন। ঘটনার বিচার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন, নিহত ব্যক্তিদের পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায় আছে। তারা দীর্ঘদিন ধরেই মামলাটি পুনরায় বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জানিয়ে আসছেন। বক্তারা উচ্চ আদালতের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং “ন্যায়বিচার নিশ্চিতের” দাবি জানান।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।








