জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেয়ায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পিতা
বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাসে জানিয়েছেন যে, তিনি তার বড় ছেলে আরাফাত ইসলাম-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
ঘটনাটি ঘটে ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদী উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায়।
সেই সভায় আরাফাত ইসলাম জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেন।
এর প্রতিক্রিয়ায় হাফেজ কামরুল ইসলাম খান তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন —
আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপ সৃষ্টি করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেয়ায় আমি আমার বড় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম।








