শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভবন নির্মাণে দীর্ঘসূত্রতা: আড়াই বছর ধরে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলছে থানচির নারিকেল পাড়া প্রাথমিক বিদ্যালয়ে

প্রতিবেদকের নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের থানচি উপজেলার নারিকেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আড়াই বছর ধরে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান। বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে শেষ না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় প্রায় আড়াই বছর আগে। ২০২২-২৩ অর্থবছরে কাজ শুরু হলেও ২০২৩-২৪ অর্থবছরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘসূত্রতা ও ধীরগতির কারণে ২০২৫ সালেও নির্মাণ কাজ শেষ হয়নি। ফলে কোমলমতি শিক্ষার্থীরা এখনো অস্থায়ী ও অস্বাস্থ্যকর পরিবেশে পাঠ নিচ্ছে।

রোদ-বৃষ্টি কিংবা শীত—সব ঋতুতেই তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় ক্লাস বন্ধ রাখতে হয়, আর গরমে শিক্ষার্থীদের টিকেই থাকা কষ্টকর হয়ে পড়ে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উসাইশুয়ে মারমা জানান, “দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকায় পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টি হলেই ক্লাস বন্ধ রাখতে হয়, এতে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমে যাচ্ছে।”

অভিভাবকরাও শিক্ষার্থীদের এই দুরবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, “এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করা অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। দ্রুত নতুন ভবন নির্মাণ শেষ করে ক্লাস চালু করা হোক।”

এ বিষয়ে উপজেলা শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনা মিত্র চাকমা বলেন, “নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করছি, অচিরেই শিক্ষার্থীরা নতুন ভবনে পাঠগ্রহণ করতে পারবে।”

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে থানচির নারিকেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতি আরও হ্রাস পেতে পারে।

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি
০১৮১০-২৫১৪৪১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর