ভেড়ামারায় জাসদের হামলায় বিএনপির ১৫ জন আহত
মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর বাজারে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জাসদ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা প্রায় ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মোস্তাকের ছেলে ফাহিম এবং তকাইয়ের ছেলে রিফাতের মধ্যে শেখ হাসিনার রায়কে ঘিরে তর্ক-বিতর্কের সূত্রপাত হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে বাজারের লোকজন দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে। লাঠিসোটা, রড ও হাতুড়ির আঘাতে বিএনপি পক্ষের রবিউল ইসলাম রবি (৪৫), মো. সিয়াম (২৫), রেজাউল ইসলাম (তোকায়), মো. সিরাজ (৫০)সহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর বাজারে থমথমে পরিস্থিতি সৃষ্টি হলে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হলেও আপত্তিকর কিছু পাওয়া যায়নি। তবে বাজারের শওকত নামের এক ব্যক্তির চায়ের দোকান থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক অভিযোগ করে বলেন, “শেখ হাসিনার রায় ঘিরে জাসদ বিক্ষোভ করতে চাইলে বিএনপির নেতাকর্মীরা এলাকায় শান্তি বজায় রাখতে তাদেরকে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে জাসদের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়।” তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “মারামারির খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেছি। যাতে সংঘর্ষ আর বিস্তৃত না হয়, সে জন্য তাৎক্ষণিক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।








