৩৫৪ নং কেঙ্গু মৌজার হেডম্যান কার্যালয়ে কারবারিদের নিয়ে জুম খাজনা আদায়।
ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের রুমা উপজেলায় ৩৫৪নং কেঙ্গু মৌজার হেডম্যান কার্যালয়ে বোমাং সার্কেল রাজার বাহাদুর ২০২৫–২৬ অর্থ বছরের রাজস্ব জুম খাজনা আদায়ের লক্ষ্যে পাড়ার কারবারিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ জুম খাজনা আদায় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই জুম খাজনা আদায় ১৩টি পাড়ার কারবারি, মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আগত কারবারিদের কাছে নতুন বছরের জুম খাজনা আদায়ের কার্যক্রম, আদায় পদ্ধতি, খাজনা তালিকা হালনাগাদ, এবং আদায় সময়সীমা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি কোন পাড়া বা পরিবার খাজনা পরিশোধে সমস্যায় পড়লে কীভাবে সমাধান করা যেতে পারে—তা নিয়েও আলোচনা হয়।
কারবারিরা জানান, এ ধরনের সভা প্রতি বছর অনুষ্ঠিত হলেও এবার অংশগ্রহণ বেশি হওয়ায় জুম খাজনা আদায় আরও সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে তারা আশা করছেন।
৩৫৪ নং কেঙ্গু মৌজার হেডম্যান ক্যসাউ মারমা জানান, বোমাং সার্কেল রাজার ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর নিয়মিতভাবে জুম খাজনা আদায় করা হয় এবং এর মাধ্যমে পাহাড়ি সম্প্রদায়ের সামাজিক-প্রশাসনিক কাঠামোকে সুশৃঙ্খল রাখা সম্ভব হয়। তিনি আরও বলেন, কারবারিদের মাধ্যমে পাড়ায় পাড়ায় খাজনা আদায় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং সবাইকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
কারবারিরা সভায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং খাজনা আদায়ের ক্ষেত্রে মাঠপর্যায়ে যে সমস্যাগুলো দেখা যায়, সেগুলো সমাধানে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত সকল কারবারিদের হাতে নতুন অর্থ বছরের খাজনা সংক্রান্ত দাপ্তরিক কাগজপত্র হস্তান্তর করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে খাজনা আদায় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।








