তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে তাড়াশ পৌর শহরের বাঁশ বাজার খেলার মাঠে তাড়াশ পৌর ক্রিকেট ক্লাবের উদ্যোগে ওই প্রিমিয়ার লীগ ক্রিকেটের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা মৎস্যজীবি দলে আহবায়ক নায়েব আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, পৌর ছাত্রদলের আহবায়ক মো. শাহাদৎ হোসেন, তাড়াশ পৌর ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশিদুল ইসলাম, সভাপতি ইমরান হাসান আলভী প্রমূখ।
এ সময় বক্তাগণ বলেন, খেলা যুব সমাজকে অনৈতিক কর্মকান্ড থেকে দুরে রাখে। মনের প্রফুল্লতা বৃদ্ধি করে। সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করে। রাশিদুলের এ ধরণের আয়োজন অব্যহত থাক এমনটি প্রত্যাশা সকলের। উল্লেখ্য, উক্ত প্রিমিয়ার ক্রিকেট লীগে ছয়টি দল অংশ গ্রহন করবে এবং মাস ব্যাপী খেলা চলবে।








